প্রোগ্রাম ডাউনলোড করা যাবে মানুষের মাথাতেই ….

সম্প্রতি জাপানের গবেষকরা জানিয়েছেন, মানুষের মস্তিষ্কেও কম্পিউটারের মতো প্রোগ্রাম ডাউনলোড করা যাবে। বিশেষ কোনো কাজে কারো দক্ষতা না থাকলে সে বিষয়ের দক্ষতার প্রোগ্রাম মস্তিষ্কে ডাউনলোড করা সম্ভব হবে বলেই গবেষকরা জানিয়েছেন। খবর ডেইলি মেইল-এর।
গবেষকরা জানিয়েছেন, মেট্রিক্স ছবিতে দেখানো কাহিনীর মতোই দক্ষতা ডাউনলোড করা সম্ভব। বিশেষ করে মার্শাল আর্ট, প্লেন চালানো বা নতুন ভাষায় কথা বলার মতো দক্ষতাগুলো ডাউনলোড করা সম্ভব হবে।
বস্টন ইউনিভার্সিটি এবং জাপানের এটিআর কম্পিউটেশনাল নিউরোসায়েন্স ল্যাবরেটরিস-এর গবেষকরা জানিয়েছেন, ভবিষ্যতে কোনো নতুন দক্ষতা শিখতে হলে স্রেফ কম্পিউটার থেকে ডাউনলোড করে নিলেই হবে।
গবেষকরা ফাংশনাল ম্যাগনেটিক রিসোনেন্স মেশিন (এফএমআরআই) বিষয়ে কাজ করছেন যাতে ভিজুয়াল কর্টেক্স-এর মাধ্যমে দক্ষতা বাড়ানো সম্ভব। গবেষকরা এ পদ্ধটির নাম দিয়েছেন ‘ডিকোডেড নিউরোফিডব্যাক’ বা ‘ডেকনেফ’।
গবেষক টাকেও ওয়াতানাবি জানিয়েছেন, ‘তরুণ বয়সটা ভিজুয়াল দক্ষতা শেখার জন্য যথেষ্টই সহনশীল।’ তার মতে, ‘মস্তিষ্কে দক্ষতা ডাউনলোড করার বিষয়টি খুব শিগগিরই বাস্তবে দেখা যাবে’।