হ্যাকিং হওয়া বিডি২৪লাইভ ডট কমের কোন তথ্য পূন:উদ্ধার করা যায়নি; হ্যাকার চিহ্নিত
বিশেষ প্রতিনিধি: বিকাল ৪টা! বিডি২৪লাইভ ডট কমের আইটি অফিসার আশরাফ ভাই একটি বিষয় সম্পাদককে দেখানোর জন্য ওয়েব সাইটটি অপেন করতে বললেন। সম্পাদক ওয়েবটি খোলার সাথে সাথে হাঁ করে তাকিয়ে থাকলেন মনিটরের দিকে। HACKED BY Shunn0 & Flame । হ্যাক! আশরাফ ভাইয়ের কথা শোন মাত্র চমকে উঠলেন সম্পাদক। বুঝতে বাকি থাকলনা আমাদের প্রিয় সাইটটি হ্যাক করা হয়েছে।বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দেশের অন্যতম জাতীয় অনলাইন নিউজ প্রোটাল বিডি২৪লাইভ ডট কম সাইটটি এক দল অনলাইন ক্রাইম অপারেটর দ্বারা আক্রান্ত হয়। হ্যাকাররা ওয়েব সাইটটির সকল তথ্য মুছে দেয়। অনেক চেষ্টা করার পরেও আইটি বিভাগ তথ্য পুনউদ্ধার করতে পারেনি। বিডি২৪লাইভ ডট কমের পরিচালক জাহিদ আহমেদ পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছেন, ’যে ভাবে হোক হ্যাকারকে চিহ্নিত করতে হবে এবং আইনের মাধ্যমে তাকে শাস্তির ব্যাবস্থা করতে হবে।’ সবারই একই কথা তথ্য যেহেতু নষ্ট করে দিয়েছে সেহেতু তাকে পাকরাও করতেই হবে। হ্যাকারদের শাস্তিমূলক ব্যাবস্থা নিতে পল্লবী থানায় বিডি২৪লাইভ এর ডট কমের পক্ষ থেকে সহ-সম্পাদক আবু তালেব বিবাদী হয়ে অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে একটি সাধারন ডায়রী করেন...