শক্ত পাসওয়ার্ড তৈরির কিছু ট্রিক্স
শক্ত পাসওয়ার্ড তৈরির কিছু ট্রিক্স (আপনার কাছে সহজ তবে হ্যাকারের কাছে মহাভারত)
ইন্টারনেট দুনিয়ায় পাসওয়ার্ড একটি পরিচিত শব্দ। আমরা প্রত্যেক দিন বিভিন্ন জায়গাতে পাসওয়ার্ড ব্যবহার করি। পাসওয়ার্ড ব্যবহার করা হয় বিভিন্ন জিনিসকে সুরক্ষিত রাখতে। আর হ্যাকাররা তা ভাঙ্গার চেষ্টা করে। তাই যেমন তেমন পাসওয়ার্ড দেয়া আর না দেয়া একই হয়ে যায়। তাই শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা উচিৎ। নিচে পাসওয়ার্ড তৈরির কিছু ট্রিক্স দিলাম।১. পাসওয়ার্ড কম অক্ষরের দিবেন না। কারন বর্তমানে হ্যাকাররা আট অক্ষরের পাসওয়ার্ড ভাংতে পারে মাত্র ২ ঘন্টায়। তাই কমপক্ষে ১২ অক্ষরের পাসওয়ার্ড তৈরি করবেন। কারন হিসাব করে দেখা যায় ১২ অক্ষরের পাসওয়ার্ড ভাংতে হ্যাকারদের কয়েকশত বছর লাগবে।
২. পাসওয়ার্ডে যেন সব ধরনের উপাদান অর্থাৎ a-z, A-Z, !@#$%^&*(), 0-9 ইত্যাদি সব কিছু একটু একটু করে থাকে।
৩. সম্ভব হলে একেক একাউন্টের একেক পাসওয়ার্ড দিন।
৪. ব্রাউজারে কখনো পাসওয়ার্ড সেভ করে রাখবেন না।
৫. মোবাইল নাম্বার পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না।
৬. পাসওয়ার্ড কোথাও লিখে না রেখে মুখস্থ করার চেষ্টা করুন। (নিচে সহজে মনে রাখা যায় এবং শক্তিশালী পাসওয়ার্ড তৈরির পদ্ধতি দিয়েছি।)
৭. আপনি আপনার সব পাসওয়ার্ড রাখার জন্য কি-পাস (KeePass) ব্যবহার করেতে পারেন। এটি একটি ওপেন সোর্স, ফ্রি এবং পোর্টেবল সফটওয়্যার। এটি এখান থেকে ডাউনলোড করতে পারেন।
৮. নিজের পাসওয়ার্ড কখনো অন্য কাউকে দিবেন না। তা যত অপ্রয়োজনীয়ই হোক না কেন।
৯. ওয়েব সাইটে বিশেষ করে ক্র্যাক, সিরিয়াল, কিগান, পর্নো ইত্যাদি যে সব সাইটে পাওয়া যায় সেগুলোতে না জেনে শুনে পাসওয়ার্ড না দেয়া ভাল। কারন এসব সাইটে হ্যাকাররা সবসময় ওতপেতে থাকে।
১০. যেখানে সেখানে পাসওয়ার্ড লিখে রাখবেন না।
১১. পাসওয়ার্ড মেকার ধরনের সফটওয়্যার ব্যবহার না করার চেষ্টা করবেন। কারন হতে পারে হ্যাকার ঐ সফটওয়্যারের ভিতর লুকিয়ে আছে।
মোটামুটি এগুলো পালন করলেই হবে।
নিচে সহজে মনে রাখা যায় কিন্তু শক্তি শালী পাসওয়ার্ড তৈরির কিছু পদ্ধতি দিলাম। এভাবে পাসওয়ার্ড তৈরি করলে আপনার কাছে তা সহজ লাগবে কিন্তু হ্যাকারদের কাছে তা মহাভারত লাগবে। এখানে দেখানো পদ্ধতিতে কমপক্ষে ১২ অক্ষরের পাসওয়ার্ড নিজে তৈরি করে নিবেন। কেন ১২ অক্ষর তা উপরে বলা হয়েছে। তাহলে শুরু করা যাক।
১. আপনি নিচের স্টাইলে সংখ্যা দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে পারেন।
a. 397168425
b. 37918246
c. 684239715
এগুলো দেখতে কঠিন মনে হলেও নিজে কিবোর্ডে বাম পশের কিপ্যাডে লিখে দেখুন। কি সহজ লাগছে!
২. আপনি কোন শব্দ বা নাম নিচের মত করে লিখতে পারেন।
a. ShOhAg
b. ShohaG
c. sHOHAg
৩. আপনি কোন নাম ও সংখ্যা এক সাথে নিচের মত করে লিখতে পারেন।
a. 397168425@ShOhAg.com
b. wWw.ShohaG_684297135.CoM
c. sHOHAg-371928465%(S)
৪. আপনি নিচের স্টাইলেও নাম, চিহ্ন ও সংখ্যা লিখতে পারেন।
a. 7BANG_la@desh.com
b. shoHAG@Yahoo!.753.com
c. 951&753@SHOhag.COm
৫. আপনি আপনার পাসওয়ার্ডে স্মাইল ব্যবহার করতে পারেন।
a. 183SHO_hag@;-).:-(
b. ;-DsHOHAg14563.asdf
c. Bangla-751&Desh-953
৬. আপনি আপনার মোবাইল নাম্বার নিচের স্টাইলে লিখতে পারেন।
a. 0017123456788
b. Cow0017123456788_hEN
c. 017_1234@5678.EgG
উপরের পাসওয়ার্ড গুলো আবার দিয়েন না। উপরের পদ্ধতি গুলো যোগ করে নিজে একটি পাসওয়ার্ড তৈরি করুন। আপনি যদি এভাবে পাসওয়ার্ড তৈরি করে তা মুখস্থ রাখতে পারেন তা হলে তা সহজে কেউ হ্যাক করতে পারবে না। দেখুন পোষ্টটি কাজে লাগাতে পারেন কিনা। ভাল লাগলে কমেন্ট দেয়ার চেষ্টা করবেন।